ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

বিনোদন

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সাইফ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২১, ০২:৪৮ অপরাহ্ন
#

বলিউডের ‘ছোট নবাব’ খ্যাত সাইফ আলি খান মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে বুধবার (১৫ জানুয়ারি) রাতে এক আততায়ীর আক্রমণের শিকার হন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাইফ আজ (২১ জানুয়ারি) বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, তবে আরও কয়েকদিন বিশ্রাম নিতে হবে এবং অভিনয় সংক্রান্ত কাজ থেকে আপাতত বিরত থাকতে বলা হয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, সাইফ আলি খানের বাড়িতে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢুকে পড়েছিল এক দুর্বৃত্ত। গভীর রাতে সেই দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে প্রবেশ করলে সাইফের ঘুম ভেঙে যায় এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে, সাইফকে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় সাইফ আলি খান হাসপাতালে পৌঁছান এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video