ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

আন্তর্জাতিক

রেল স্টেশন দুর্ঘটনার দায়ে চাপের মুখে সার্বিয়ার সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ০১:০৫ অপরাহ্ন
#

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে হাজারো মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। গত রোববার (২২ ডিসেম্বর) শিক্ষার্থীদের নেতৃত্বে রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় সরকারের দায়িত্ব পালনের দাবিতে এই বিক্ষোভ হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে কৃষক, শ্রমিক এবং শিক্ষকরা একত্রিত হয়ে যোগ দেন। সাত সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক বিক্ষোভ চলছে। তবে রোববারের জমায়েতকে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে।

সরকারের তথ্য অনুযায়ী, ওই দিন প্রায় ২৯ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। উত্তর সার্বিয়ার নভি সাদ এলাকায় রেল স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনায় এই ক্ষোভ জন্মেছে। দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারান।

বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। চাপের মুখে সরকার ইতোমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন মন্ত্রীও রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video