ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৮ বৈশাখ ১৪৩২
#

আন্তর্জাতিক

মার্কিন জাতীয় পাখি হিসেবে সাদা মাথাওয়ালা ঈগল আনুষ্ঠানিক স্বীকৃতি পেল

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ২৬, ০৩:৪৭ অপরাহ্ন
#

যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের অলংকার হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত সাদা মাথাওয়ালা ঈগল অবশেষে দেশটির জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর), প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। এর আগে কংগ্রেসের উভয় কক্ষেই বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

গত জুলাই মাসে সিনেটর অ্যামি ক্লোবুচার এই বিষয়ে একটি বিল উত্থাপন করেন। কংগ্রেসের সিনেট এবং হাউসে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর, প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়।

উল্লেখ্য, ১৭৮২ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের নকশায় সাদা মাথাওয়ালা ঈগল অন্তর্ভুক্ত করা হয়। তবে এতদিন এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পায়নি। এখন এটি শুধু জাতীয় সিলের একটি অংশ নয়, বরং যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জাতীয় পাখি হিসেবে মর্যাদা পেল।

এ স্বীকৃতি জাতীয় পাখির ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে এবং মার্কিন সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video