সরকারি অনুষ্ঠানে লাল গালিচা অভ্যর্থনায় নিষিদ্ধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভিন্ন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য দেওয়া লাল গালিচা অভ্যর্থনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে লাল গালিচা অভ্যর্থনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন শুধু মাত্র কূটনৈতিকদের অভ্যর্থনা দেওয়ার ক্ষেত্রে লাল গালিচা ব্যবহার করা হবে।
পাকিস্তানের উন্নয়নে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সম্মিলিতভাবে তাঁদের বেতন এবং সুযোগ-সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও জানান, পাকিস্তানে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে থাকায় তিনি বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নেবেন না।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে নিজেদের ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে পড়ে পাকিস্তান।
মন্তব্য করুন