ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৮ চৈত্র ১৪৩১
#

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা বাংলাদেশ হাইকমিশনের

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ২৬, ০৪:৫৪ অপরাহ্ন
#

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। রোববার (২৬ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা করেছেন হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন।

হাইকমিশনার বলেন, "এই উদ্যোগ উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।" তিনি আরও জানান, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video