ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

আন্তর্জাতিক

নিজ দেশে ফেরার সময়সীমা বাড়াল মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২১, ০৫:৪৫ অপরাহ্ন
#

মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরানোর জন্য চালু করা ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’র মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচি গত বছর শুরু হয়েছিল এবং এর মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর। তবে, যেসব অভিবাসীরা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে নিবন্ধন করলেও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে হাজির হতে পারেননি, তাদের জন্য মেয়াদ আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করে।

নোটিশে জানানো হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে নিবন্ধিত অবৈধ অভিবাসীরা, যারা এখনও ইমিগ্রেশন বিভাগে উপস্থিত হননি, তারা এই বাড়তি সময়ের মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন। এই কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় নথিপত্র ছাড়া প্রবেশ করা অভিবাসীদের ৫০০ রিঙ্গিত এবং যাদের ভিসার মেয়াদ অল্প সময় আগে শেষ হয়েছে, তাদের ৩০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। তবে যেসব অভিবাসী আটক বা রিমান্ডে রয়েছেন অথবা সাজাপ্রাপ্ত, তারা এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন না।

দেশে ফেরার প্রক্রিয়ায় অভিবাসীদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং ইমিগ্রেশন অফিসে যেতে হবে। সেখানকার প্রক্রিয়ার জন্য তাদের ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট) অথবা দূতাবাস কর্তৃক ইস্যু করা ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আত্মসমর্পণের পর অভিবাসীদের ১৪ দিনের মধ্যে মালয়েশিয়া ত্যাগ করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video