যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাবওয়ে ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। ২২ ডিসেম্বর, রবিবার, স্থানীয় সময় সকালে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনের একটি ট্রেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, চলন্ত পাতাল ট্রেনে ঘুমন্ত নারীকে পুড়িয়ে হত্যায় জড়িত ব্যক্তিকে খুঁজছে তারা। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে, যিনি একটি থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত অবস্থায় থাকা এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন।
এনওয়াইপিডি জানায়, ওই নারী সকাল সাড়ে ৭টায় ‘এফ’ ট্রেনের ভেতরে বসে ছিলেন, যখন এক অজ্ঞাত ব্যক্তি তার কাছে এসে একটি লাইটার দিয়ে তার পোশাকে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া, ঘটনায় জড়িত এক ব্যক্তিকে খুঁজছে নিউ ইয়র্ক পুলিশ এবং সাবওয়েতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন