ঢাকা , মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ৩০ বৈশাখ ১৪৩২
#

আন্তর্জাতিক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৭

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ মার্চ ১২, ১১:২৮ পূর্বাহ্ন
#

ভারতের দিল্লির গোকালপুরীতে শুক্রবার (১১ মার্চ) রাতে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

দিল্লি ফায়ার সার্ভিস বিভাগের বরাতে শনিবার (১২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তাদরে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে সাতজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

দিল্লির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) দেবেশ কুমার মাহলা জানান, রাত ১টার দিকে আগুনের খবর পাওয়া যায়। এরপর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, ‘রাত ১টার দিকে গোকালপুরী এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যায়। আমরা ফায়ার সার্ভিস বিভাগের সঙ্গে যোগাযোগ করার পর তারা দ্রুত সাড়া দিয়েছে। প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

আগুনে ৬০টি কুঁড়েঘর পুড়ে গেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা দেবেশ কুমার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video