২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কারণে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু এতিম হয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানায়, যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জাহের আল-ওয়াহিদি জানান, প্রায় ৩২ হাজার ১৫১ শিশু তাদের বাবা হারিয়েছে, ৪ হাজার ৪১৭ শিশু মা হারিয়েছে এবং ১ হাজার ৯১৮ শিশু বাবা-মা দুজনকেই হারিয়েছে। এই শিশুদের জীবন এখন একাকিত্ব ও শূন্যতায় ভরা।
এদিকে, গাজার শিক্ষা ব্যবস্থা, যা আগে ফিলিস্তিনিদের উন্নতির প্রতীক ছিল, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের রিলিফ এজেন্সি ইউএনআরডব্লিউএ জানিয়েছে, প্রায় ৬ লাখ ৬০ হাজার শিশু এখন স্কুলে যেতে পারছে না এবং ১৪ হাজার ৫০০ শিশুর জীবনযুদ্ধ চিরতরে থেমে গেছে।
গাজার শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ১৫ হাজার শিশু মারা গেছে অথবা নিখোঁজ হয়ে গেছে। শিশুদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত কষ্টকর। গাজার ৯৫ শতাংশ স্কুলে হামলা চালানো হয়েছে, যার কারণে ৮৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এখন অকার্যকর হয়ে পড়েছে। প্রায় ১৪০টি একাডেমিক ও প্রশাসনিক ভবন ধ্বংস হয়েছে, ফলে পুরো শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
মন্তব্য করুন