কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। আজারবাইজান এয়ারলাইন্সের ওই প্লেনটিতে ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু মেম্বার ছিলেন। বুধবার (২৫ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্লেনটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করছিলো। তবে, ঘন কুয়াশার কারণে এটি বিকল্প রুটে চলছিল এবং তখনই দুর্ঘটনার কবলে পড়ে।
কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী কিছু আরোহী জীবিত রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে।
মন্তব্য করুন