ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৮ চৈত্র ১৪৩১
#

আন্তর্জাতিক

ওয়াশিংটনে মাঝ আকাশে সংঘর্ষ: ১৮ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ০৪:২৬ অপরাহ্ন
#

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, একাধিক সূত্রের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছে যে, পোটোম্যাক নদী থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যাত্রীবাহী বিমানটিতে চারজন ক্রুসহ ৬৪ জন যাত্রী ছিলেন, আর হেলিকপ্টারটিতে ছিলেন তিনজন সামরিক সদস্য। সংঘর্ষের পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় এবং দুর্ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে।

ঘটনাটি নিয়ে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, "আমরা জানি এতে প্রাণহানি ঘটেছে।" তবে তিনি সুনির্দিষ্টভাবে কতজন নিহত হয়েছেন তা উল্লেখ করেননি।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রিগ্যানের দিকে যাওয়ার সময় ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে।

এফএএ-এর তথ্য অনুযায়ী, পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট-৫৩৪২ পরিচালনা করছিল, যা ক্যানসাসের উইচিটা থেকে রওনা হয়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, উড়োজাহাজটি ৬৫ জন যাত্রী বহন করতে সক্ষম।

বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে পুলিশসহ একাধিক সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) জানিয়েছে, তারা দুর্ঘটনাটি তদন্ত করছে।

আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, পিএসএ পরিচালিত আমেরিকান ঈগল ফ্লাইট-৫৩৪২, উইচিটা থেকে ওয়াশিংটন রিগ্যান বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

বুধবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিস্থিতির কারণে সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video