ঢাকা , শনিবার, ২০২৫ অক্টোবর ০৪, ১৮ আশ্বিন ১৪৩২
#

আন্তর্জাতিক

ইংল্যান্ড থেকে উড়ল মার্কিন যুদ্ধবিমান, বাড়ছে উদ্বেগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ Jun ১৮, ০৩:০১ অপরাহ্ন
#

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সম্পৃক্ততার আশঙ্কা জোরদার হয়েছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে অন্তত চারটি এফ-৩৫ যুদ্ধবিমান উড়াল দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

একজন শৌখিন আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা যায়, যুদ্ধবিমানগুলোর সঙ্গে আকাশে জ্বালানি সরবরাহে নিয়োজিত একটি ট্যাংকার বিমানও রয়েছে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে অবস্থিত বাহরাইনের মার্কিন ঘাঁটি থেকেও বড় ধরনের সামরিক তৎপরতার আভাস পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সব যুদ্ধজাহাজ ঘাঁটি ছেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে তারা জানিয়েছে, মঙ্গলবারের ছবিতে ঘাঁটির মেইন ডক সম্পূর্ণ খালি দেখা গেছে এবং কোনো যুদ্ধজাহাজ সেখানে নোঙর করা নেই।

তবে এই তৎপরতার পেছনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video