ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৮ চৈত্র ১৪৩১
#

আন্তর্জাতিক

আমিরাতে বৃহত্তম বাংলাদেশি অটো স্পেয়ার পার্টস প্রতিষ্ঠানের উদ্বোধন

মোঃ ওসমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ০২, ০১:২১ অপরাহ্ন
#

সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ বাংলাদেশি অটো স্পেয়ার পার্টস প্রতিষ্ঠান আল জাকি অটো স্পেয়ার পার্টস-এর শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শারজাহ ২ নম্বর শিল্প এলাকায় যৌথভাবে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজম খান ও আলহাজ্ব আব্দুল কাদের দীর্ঘ ত্রিশ বছরের বেশি সময় ধরে এই ব্যবসায়িক পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, “সংযুক্ত আরব আমিরাতে এই ব্যবসার মাধ্যমে আমরা বহু বাংলাদেশি ও অন্যান্য দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি। বর্তমানে আমাদের চারটি প্রতিষ্ঠানে প্রায় একশ'র কাছাকাছি কর্মী রয়েছে।”

তারা আরও বলেন, “আমরা ব্যবসার সফলতার পাশাপাশি বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছি। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে বেশ কিছু কর্মসংস্থানের সুযোগ খালি রয়েছে। তবে বাংলাদেশি ভিসা বন্ধ থাকায় নতুন জনশক্তি নিয়োগ দিতে পারছি না। তাই বিকল্প হিসেবে এখানকার স্থানীয় জনবল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।”

বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব ‘বড় ভাই ও ছোট ভাই’, যারা মূলত বাংলাদেশি ব্যবসায়ীদের সাফল্যের কথা শুনে অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব আলী বাবুল সিআইপি, মোহাম্মদ ইসমাইল গনি চৌধুরী, জানে আলম, ইউনুছ ছিদ্দিকী, মোহাম্মদ মিজান, আজম শাহ চৌধুরী, মোহাম্মদ কাজেম, মোহাম্মদ আজাদ খান, মোহাম্মদ কবির, মোস্তফা কালাম শিমুল সিআইপি, ফরিদুল আলম তাজ, মোহাম্মদ রাশেদুল আলম দুলাল, সাইফুল করিমসহ প্রায় সহস্রাধিক প্রবাসী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video