টুর্নামেন্টকে ঘিরে আমিরাতের প্রত্যন্ত অঞ্চল থেকে ১৬টি টিম প্রথম রাউন্ডে অংশ নেয়। দ্বিতীয় রাউন্ডে ৮টি টিমের সাথে খেলা হলে। এই সময় প্রথম প্রথম রাউন্ডের জহির এফসিকে ৩ শূন্য গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেন ষ্টার লাইন ক্লাব। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠানে বি এফ সি ক্লাবের সভাপতি ফখরু ইসলামের চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন ও সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব,উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জহির ইসলাম,বিশেষ অতিথি শিক্ষাবিদ জুনায়েদ আহমেদ,সোহেল আহমদ,আমিন উদ্দিন,ব্যবসায়ী মুখলিসুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফসি ক্লাবের সদস্য ইয়াহিয়া,বসর,ফেরদৌস,ইব্রাহীম মাসুক,শাহীন, বদরুল, শাহাজান, খালেদ, তাহীর, সাজেদ, জাহেদ, সোহেল রাসেল, আবু শহীদ,রেজা মিজান সহ আরও অনেকে, খেলাটি দেখতে আমিরাতের দূর দুরান্ত থেকে প্রায় ৫শ প্রবাসীর উপস্থিত হন।
মন্তব্য করুন