ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

আন্তর্জাতিক

আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের এক গ্রামে ভারি তুষারপাতের মধ্যে ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানে তুষারপাতের কারণে ভূমিধসে ২৫ জন ‍নিহত


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২০, ১২:৩১ অপরাহ্ন
#

আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের এক গ্রামে ভারি তুষারপাতের মধ্যে ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার রাতে নুরিস্তানের তাতিন উপত্যকার নক্রে গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে, তুষারের কারণে রাস্তা বন্ধ হয়ে আছে আর হেলিকপ্টার নামানোর উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছে না।  

যারা কোনোভাবে ওই গ্রামটিতে পৌঁছতে পেরেছেন তারা শাবল ও কুঠার নিয়ে উদ্ধার অভিযান চালাতে বাধ্য হচ্ছেন, জানিয়েছে বিবিসি।

সোমবার নুরিস্তান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান জামিউল্লাহ হাশমি জানান, প্রায় পুরো নক্রে গ্রাম ভূমিধসে চাপা পড়েছে। লোকজন সম্ভাব্য জীবিতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু অনবরত তুষারপাত হতে থাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ছে।

যারা কোনোভাবে ওই গ্রামটিতে পৌঁছতে পেরেছেন তারা শাবল ও কুঠার নিয়ে উদ্ধার অভিযান চালাতে বাধ্য হচ্ছেন, জানিয়েছে বিবিসি।

সোমবার নুরিস্তান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান জামিউল্লাহ হাশমি জানান, প্রায় পুরো নক্রে গ্রাম ভূমিধসে চাপা পড়েছে। লোকজন সম্ভাব্য জীবিতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু অনবরত তুষারপাত হতে থাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ছে।

                                                                                                              

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video