ঢাকা , মঙ্গলবার, ২০২৫ মে ২০, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
#

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে কাকরাইল মোড়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ২০, ০৬:০৫ অপরাহ্ন
#

বকেয়া বেতন ও পাওনা আদায়ের দাবিতে গাজীপুর ও আশুলিয়ার ৯টি গার্মেন্টসের শ্রমিকরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টা থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেয় শ্রমিকরা।

বিক্ষোভকারীদের মধ্যে গাজীপুরের সিএনজেড গ্রুপের আটটি গার্মেন্টস ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা রয়েছেন।

এর আগে, ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে শ্রম ভবন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শ্রমিকরা। তবে কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে সেখানেই তারা প্রতিবাদে বসেন।

শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো কয়েক মাস ধরে বেতন-ভাতা বন্ধ রেখেছে। এতে তারা মানবেতর জীবন যাপন করছেন। অধিকাংশ শ্রমিকই তিন মাসের বাসা ভাড়া দিতে পারেননি, দোকানে বাকি জমেছে বহু। এসব পরিস্থিতি থেকেই তারা বাধ্য হয়ে সরাসরি প্রধান উপদেষ্টার দপ্তরে পদযাত্রার সিদ্ধান্ত নেন।

তারা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে শ্রম ভবনে অবস্থান করলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা ঘোষণা দেন, যতদিন না পাওনা বুঝে পাবেন, ততদিন কাকরাইল মোড় ছেড়ে যাবেন না। একইসঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপও দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video