বকেয়া বেতনের দাবিতে কাকরাইল মোড়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ২০, ০৬:০৫ অপরাহ্ন

বকেয়া বেতন ও পাওনা আদায়ের দাবিতে গাজীপুর ও আশুলিয়ার ৯টি গার্মেন্টসের শ্রমিকরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টা থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেয় শ্রমিকরা।

বিক্ষোভকারীদের মধ্যে গাজীপুরের সিএনজেড গ্রুপের আটটি গার্মেন্টস ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা রয়েছেন।

এর আগে, ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে শ্রম ভবন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শ্রমিকরা। তবে কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে সেখানেই তারা প্রতিবাদে বসেন।

শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো কয়েক মাস ধরে বেতন-ভাতা বন্ধ রেখেছে। এতে তারা মানবেতর জীবন যাপন করছেন। অধিকাংশ শ্রমিকই তিন মাসের বাসা ভাড়া দিতে পারেননি, দোকানে বাকি জমেছে বহু। এসব পরিস্থিতি থেকেই তারা বাধ্য হয়ে সরাসরি প্রধান উপদেষ্টার দপ্তরে পদযাত্রার সিদ্ধান্ত নেন।

তারা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে শ্রম ভবনে অবস্থান করলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা ঘোষণা দেন, যতদিন না পাওনা বুঝে পাবেন, ততদিন কাকরাইল মোড় ছেড়ে যাবেন না। একইসঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপও দাবি করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework