রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং সিটি সেন্ট্রাল এর নতুন কমিটির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জুলাই ০১, ০১:২৫ পূর্বাহ্ন
#
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
সকল সদস্যের অংশগ্রহণে সম্প্রতি রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং সিটি সেন্ট্রাল এর ভার্চ্যুয়াল নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোটার্যাক্টর জান্নাতুল ফেরদৌস রুবা এবং সচিব নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোটার্যাক্টর মোঃ নাজমুল ইসলাম ।
প্রেসিডেন্ট ইলেক্ট, সেক্রেটারি ইলেক্ট এবং সদস্যদের মতামতের ভিত্তিতে পুরো বোর্ড গঠন করলে এতে স্পন্সরিং রোটারী ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, প্রধান নির্বাচন কমিশনার রোটার্যাক্টর হাসান আল মাসুদ, নির্বাচন কো-অর্ডিনেটর রোটার্যাক্টর মোঃ রেজাউল করিম রকি অফিশিয়ালি অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সদ্য অতীত সভাপতি রোটার্যাক্টর মোঃ রেজাউল করিম রকি, ক্লাব এডভাইজর অতীত সভাপতি রোটার্যাক্টর মোঃ আরফাত উদ্দিন মামুন, ক্লাব ট্রেইনার অতীত সভাপতি রোটার্যাক্টর হাসান আর মাসুদ,
সহ সভাপতি রোটার্যাক্টর মোঃ মিনহাজ উদ্দিন, রোটার্যাক্টর ইয়াসমিন আক্তার শাওন, রোটার্যাক্টর নূর আল মোহাইমিন, রোটার্যাক্টর মেহেদি হাসান,
যুগ্ন সচিব রোটার্যাক্টর মৌরী চৌধুরী, রোটার্যাক্টর সুমাইয়া তানজিলা ।
এছাড়াও কোষাধ্যক্ষ রোটার্যাক্টর আরমান হোসাইন,
পরিচালক(ক্লাব সেবা) রোটার্যাক্টর কাজী ফারজানা ইয়াসমিন,
সহকারী পরিচালক(ক্লাব সেবা) রোটার্যাক্টর আবু জাবেদ, পরিচালক(সমাজসেবা) রোটার্যাক্টর ফারজানা আক্তার দিবা,
পরিচালক (পেশাদারি সেবা) রোটার্যাক্টর সায়মা সুলতানা,
সহকারী পরিচালক(পেশাদারি সেবা) রোটার্যাক্টর ইফতেখার উদ্দিন রাফি,
পরিচালক(আন্তর্জাতিক সেবা) রোটার্যাক্টর জান্নাতুল ফেরদৌস নিপা,
সহকারী পরিচালক(আন্তর্জাতিক সেবা)রোটার্যাক্টর মোহাম্মদ মেহরাজ,
ক্লাব এডিটর রোটার্যাক্টর সানজিলা শারমিন,
চিফ সার্জেন্ট এ্যাট আর্মস রোটার্যাক্টর গাজী মুহাম্মাদ আবদুল্লাহ ।
প্রধান নির্বাচন কমিশনার হাসান আল মাসুদ বলেন, করোনা মহামারীর মধ্যেও সবার ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত করায় ভোটারগণকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তগণ যথাযথ দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আগামী একবছর ক্লাবকে সুন্দর একটি রোটারী বর্ষ উপহার দিবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
সভাপতি ইলেক্ট বলেন,
“Learn Through Leading" এই থীমের অধীনে আমি আমার রোটাবর্ষে সর্বোচ্চ চেষ্টা করবো ক্লাবে নতুনত্ব আনার এবং ক্লাবকে সর্বোচ্চ দেওয়ার পাশাপাশি রোটার্যাক্ট অঙ্গনে যেন নিজের অবদান রেখে যেতে পারি সেজন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।
উল্লেখ্য, রোটারী ইন্টারন্যাশনাল এর নিয়ম অনুযায়ী ১লা জুলাই নতুন সভাপতি এবং সচিব দায়িত্ব গ্রহণ করবেন। রোটারী ডিস্ট্রিক্ট এর কার্যক্রমের সাথে সামঞ্জস্যতা রাখার জন্য করোনা মহামারী পরস্থিতির মধ্যেও এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ।
মন্তব্য করুন