ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

ক্যাম্পাস

কুয়েটে শিক্ষার্থীদের আল্টিমেটামের পর অনির্দিষ্টকালের জন্য ভবনে তালা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৯, ০৩:০৪ অপরাহ্ন
#

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে না নেয়ায় একাডেমিক এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর তারা এসব ভবনে তালা ঝুলিয়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তারা এক প্রেস ব্রিফিংয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি, উপাচার্য, উপ-উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়েছেন। তবে আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য এসব ভবনে তালা ঝুলিয়েছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়ার পর মেডিকেল সেন্টারে যান এবং সেখানে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে মেডিকেল সেন্টারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা সেই আশ্বাস প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে এবং ছাত্রদলের অনুসারীরা হামলায় জড়িত। তবে ছাত্রদল তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলছে, শিবির ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video