ঢাকা , শনিবার, ২০২৪ এপ্রিল ২৭, ১৪ বৈশাখ ১৪৩১
#

ক্যাম্পাস

চবি'তে চার ছাত্রলীগ নেত্রীর মারামারি, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ১৩, ০১:৪৬ অপরাহ্ন
#

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) খালেদা জিয়া হলে চার ছাত্রলীগ নেত্রীর মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। 

এছাড়া আবাসিক হলে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে শাখা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক তাসফিয়া জাসরাত নোলককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। 

শনিবার (১৩ আগস্ট) হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল জানান, খালেদা জিয়া হলে মারামারির ঘটনায় সিনিয়র শিক্ষক ড. শাহ আলমকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷ 

প্রভোস্ট আরও জানান, হলের ২০৩ নম্বর রুমের মারামারির ঘটনায় অভিযোগ প্রমাণ হলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। এছাড়া নোলকের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হলের পড়াশোনা পরিবেশ নষ্ট করাসহ অনেকগুলো লিখিত অভিযোগ রয়েছে বলে জানান হলের কর্মকর্তারা। 

গত বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে বেগম খালেদা জিয়া হলের ২০৩ নম্বর রুমে ছাত্রলীগের চার পদধারী নেত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video