ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

রাজনীতি

শহীদ জিয়ার সমাধিতে রাঙ্গুনিয়া কোকো স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ২৪, ০২:৪৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১ম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।

শনিবার(২৩ নভেম্বর) বিকাল ৩টায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলার নবগঠিত কমিটি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একি সাথে জিয়ারত ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা।

শ্রদ্ধা নিবেদন শেষে একটি কমিউনিটি সেন্টার কেন্দ্রীয় নেতৃত্বের সাথে উপজেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা চট্টগ্রাম উত্তর জেলা কোকো স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা শাখার সভাপতি ওসমান গণি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছের এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি'র বক্তব্য দেন কেন্দ্রীয় কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, প্রধান বক্তা ছিলেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আওরঙ্গজেব খান সম্রাট, বিশেষ অতিথির বক্তব্য দেন কোনো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সেলিম উদ্দিন খান, চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রিপন খান, সদস্য সচিব আলতাফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মুহাম্মদ সেকান্দর, উপজেলা বিএনপির সদস্য আবু বক্কর মেম্বার, কামাল উদ্দিন চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মীর জোবাইদুল ইসলাম রনি, উপজেলা কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি মুহাম্মদ ইউনুচ, সহ-সভাপতি ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বরাত প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video