ঢাকা , রবিবার, ২০২৪ মে ১২, ২৯ বৈশাখ ১৪৩১
#

রাজনীতি

নির্বাচন নিয়ে দেশের বাইরেও খেলা চলছে: কাদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ Jun ১৫, ০২:৩০ অপরাহ্ন
#

নির্বাচন নিয়ে শুধু দেশে নয়, দেশের বাইরেও খেলা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে বাইরেও খেলা চলছে, চক্রান্ত চলছে। তারা লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি ডলার ব্যয় করে। লবিস্ট নিয়োগ করার জন্য তাদের টাকার অভাব নেই। ক্ষমতা না থাকলেও সেই অর্থ তাদের আছে।’ 
 
বাংলাদেশ ইস্যুতে ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠির বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘এসব চিঠির মর্মকথা হচ্ছে- বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আর এ নিয়ে কেউ কেউ মনে মনে খুশি হচ্ছে; এই বুঝি নিষেধাজ্ঞা এলো, এই বুঝি ভিসানীতিতে পড়ল আওয়ামী লীগ সরকার।’ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেগে জেগে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে তার মুখের বিষ এতই উগ্র যে, বলছে কুত্তামার্কা নির্বাচন। একটা দলের মহাসচিবের মুখ থেকে এমন বিষাক্ত কথা কীভাবে বের হয়?’   
 
সরকারের নানা উদ্যোগের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বে জ্বালানি সংকট, ডলার সংকট, মূল্যস্ফীতি, রিজার্ভের ঘাটতির মধ্যেও কৃষি ঠিক আছে বলেই বাংলাদেশ ঠিক আছে। কৃষিই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশকে। 
 
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে যে যুগোপযোগী সব সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন এবং আধুনিকায়ন করেছেন, তার ফলেই আমাদের আজ খাদ্য ঘাটতি নেই। আর পেটে যখন খাবার আছে, তখন অন্য সব সামাল দেয়া যায়,’ বলেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video