পোপ ফ্রান্সিস এবং ম্যাডোনার একটি অন্তরঙ্গ ছবির ভাইরাল হওয়া ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবিটি দেখে অনেকেই বিভ্রান্ত হন, কারণ এতে পোপ ম্যাডোনাকে চুমু খেতে দেখা যায়। তবে, এটি বাস্তব ছবি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ডিপফেক ছবি। ম্যাডোনা নিজেই এই ছবিটি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন, যার পরেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে বিতর্কের জন্ম দেয়।
এআই প্রযুক্তি দিয়ে তৈরি এই ছবি এতটাই বাস্তব মনে হয়েছে যে, অনেকেই এটিকে সত্যি ছবি হিসেবে গ্রহণ করেছেন। তবে, পোপ ফ্রান্সিস এর আগেই এ ধরনের প্রযুক্তি নিয়ে সতর্কতা প্রকাশ করেছিলেন। গত বছর, এক ভাইরাল ছবি যেখানে পোপকে বালেন্সিয়াগার পাফার জ্যাকেট পরা অবস্থায় দেখা গিয়েছিল, সেটিও ছিল একটি এআই-সৃষ্ট ছবি, যা অনেকের কাছে সত্যি বলে মনে হয়েছিল।
এআই প্রযুক্তি, বিশেষ করে ডিপফেক প্রযুক্তি, মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম এবং পোপ ফ্রান্সিস নিজে এই ধরনের ছবি ও ভিডিও নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন।
মন্তব্য করুন