পোপ ও ম্যাডোনার ভাইরাল ছবি আসলে ডিপফেক—জানা গেল সত্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ২৩, ০৪:১৫ অপরাহ্ন

পোপ ফ্রান্সিস এবং ম্যাডোনার একটি অন্তরঙ্গ ছবির ভাইরাল হওয়া ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবিটি দেখে অনেকেই বিভ্রান্ত হন, কারণ এতে পোপ ম্যাডোনাকে চুমু খেতে দেখা যায়। তবে, এটি বাস্তব ছবি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ডিপফেক ছবি। ম্যাডোনা নিজেই এই ছবিটি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন, যার পরেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে বিতর্কের জন্ম দেয়।

এআই প্রযুক্তি দিয়ে তৈরি এই ছবি এতটাই বাস্তব মনে হয়েছে যে, অনেকেই এটিকে সত্যি ছবি হিসেবে গ্রহণ করেছেন। তবে, পোপ ফ্রান্সিস এর আগেই এ ধরনের প্রযুক্তি নিয়ে সতর্কতা প্রকাশ করেছিলেন। গত বছর, এক ভাইরাল ছবি যেখানে পোপকে বালেন্সিয়াগার পাফার জ্যাকেট পরা অবস্থায় দেখা গিয়েছিল, সেটিও ছিল একটি এআই-সৃষ্ট ছবি, যা অনেকের কাছে সত্যি বলে মনে হয়েছিল।

এআই প্রযুক্তি, বিশেষ করে ডিপফেক প্রযুক্তি, মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম এবং পোপ ফ্রান্সিস নিজে এই ধরনের ছবি ও ভিডিও নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework