ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ১২:৫৫ অপরাহ্ন
#

রাজধানীর মোহাম্মদপুরের ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল এবং কোরবানসহ পাঁচজন সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে কুমির রুবেল ও কোরবানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ধারালো চাপাতি ও সামুরাই উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষের ওপর আক্রমণ চালানো, ভয় দেখানো এবং ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত ছিল।

এ অভিযানে কুমির রুবেল ও কোরবানের সঙ্গে আরও তিনজন সহযোগীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video