মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ১২:৫৫ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল এবং কোরবানসহ পাঁচজন সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে কুমির রুবেল ও কোরবানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ধারালো চাপাতি ও সামুরাই উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষের ওপর আক্রমণ চালানো, ভয় দেখানো এবং ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত ছিল।

এ অভিযানে কুমির রুবেল ও কোরবানের সঙ্গে আরও তিনজন সহযোগীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework