ঢাকা , শুক্রবার, ২০২৪ এপ্রিল ১৯, ৬ বৈশাখ ১৪৩১
#

লাইফস্টাইল

ওমিক্রন: উপসর্গ যখন মৃদু জ্বর

লাইফস্টাইল ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ ডিসেম্বর ১২, ১১:৩৩ পূর্বাহ্ন
#

মহামারি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ আক্রান্ত রোগীদের অসুস্থতা ‘কম গুরুতর’ বলে জানিয়েছে আফ্রিকার চিকিৎসকরা। একই সঙ্গে এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের কাশি ও মৃদু জ্বরের উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।

শনিবার (১১ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা করোনাভাইরাসের এ নতুন ধরন বা ভ্যারিয়েন্টটি শনাক্ত করার কথা জানান। আলোচনার সুবিধার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর নাম দিয়েছে ‘ওমিক্রন’। এর আগে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করা করোনাভাইরাসের যে ধরনটি ভারতে শনাক্ত হয় সেটি নাম পায় ‘ডেল্টা’। ইতোমধ্যে ভারতও জানিয়েছেন পাঁচটি রাজ্যে ৩২ জন ‘ওমিক্রন’ আক্রান্ত হলেও লক্ষণ মৃদু।

আফ্রিকার চিকিৎসক ডা. আনবেন পিল্লে জানান, তিনি দৈনিক কয়েক ডজন কোভিড আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়ে থাকেন। তাদের কাউকে এখন পর্যন্ত হাসপাতালে পাঠাতে হয়নি।

তিনি আরও বলেন বলেন, তারা ঘরেই এ রোগ থেকে উপশমের ব্যবস্থা নিতে পারেন। বেশির ভাগই ১০ থেকে ১৪ দিনের আইসোলেশনের সময়েই সেরে উঠেন।

পুরো দক্ষিণ আফ্রিকার প্রায় পাঁচ হাজার সাধারণ চিকিৎসকদের একটি অ্যাসোসিয়েশনের পরিচালক পিল্লে জানান, তার সহকর্মীরাও ওমিক্রন এর ক্ষেত্রে একই ধরনের পর্যবেক্ষণের কথা জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে দেশটির আরও বেশ কিছু চিকিৎসক একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে তারা সবাই এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পর্যাপ্ত তথ্যের জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে সতর্ক করেছেন। তাদের পর্যবেক্ষণ ও প্রাথমিকভাবে পাওয়া নমুনায় এ বিষয়ে শুধু কিছু সূত্র পাওয়া গেছে।

এদিকে ওমিক্রন রুখতে করোনার দুই ডোজ টিকা যথেষ্ট নয়। তবে বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে করোনাভাইরাসের নতুন এই ধরনটির অন্তত ৭৫ শতাংশ নিরাময় সম্ভব বলে দাবি করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। ওমিক্রন প্রতিরোধে টিকার কার্যকারিতা নিয়ে এক গবেষণা সমীক্ষায় এমন তথ্য পেয়েছেন তারা।

টিকার দুই ডোজ প্রয়োগের পরও অন্তত তিন মাস পর থেকেই করোনা রোধে টিকার কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। তাই ওমিক্রন থেকে বাঁচতে করোনার দুই ডোজ যথেষ্ট নয়। কিন্তু তৃতীয় বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে অন্তত ৭৫ শতাংশ কোভিড নিরাময় সম্ভব। ডেল্টা ও ওমিক্রন নিয়ে এক গবেষণা পরীক্ষায় কোরে এমন দাবি করেছে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।

গেল একদিনে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে চারশ’। এতে করে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ১২শ’ ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগ দিন দিন বাড়ছে। দেশটিতে যে হারে ওমিক্রন শনাক্ত হচ্ছে এভাবে চলতে থাকলে আগামী ডিসেম্বর নাগাদ দেশটিতে আগের করোনায় আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওমিক্রনের বিরুদ্ধে ঠিক কোন টিকা কার্যকর এ নিয়ে এক গবেষণায় দেশটির জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা গবেষণা কর্তৃপক্ষ জানায়, অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের বুস্টার ডোজ দেয়ার মাধ্যমে ৭০-৭৫ শতাংশ কোভিড নিরাময়সহ লক্ষণগুলোও ধীরে ধীরে হ্রাস পেলেও মডার্নার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

তারা জানায়, তথ্যবিশ্লেষণ করে আমরা দেখতেই পাচ্ছি টিকার কার্যকারিতা খুব দ্রুত হ্রাস পাচ্ছে। দুই ডোজের মাধ্যমে ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচা যাবে না। এ জন্য প্রয়োজন বুস্টার ডোজ। বুস্টার ডোজ প্রয়োগে ৭৫ শতাংশ সুরক্ষা মিলছে এতে শরীরে থাকা কোভিডের মৃদু লক্ষণও থাকবে না।

দক্ষিণ আফ্রিকায় গেল ২৪ নভেম্বর শনাক্ত হওয়া করোনার নতুন এই ধরন ইতোমধ্যে বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়ে পড়ায় টিকা কর্মসূচির ওপর জোর দেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video