খুলনায় বিএনপির গণসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ অক্টোবর ২২, ০১:২১ অপরাহ্ন

লাখো নেতাকর্মীর যোগদানের মধ্যে দিয়ে খুলনায় শুরু হয়েছে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ।  

শনিবার  (২২অক্টোবর) দুপুর ২টার দিকে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর ১২টা ১৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু করে বিএনপি।


এর আগে সকাল পৌনে ১১টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা। নগরীর সোনালী ব্যাংক চত্বরে তীব্র রোদ উপেক্ষা করে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মাতিয়ে রেখেছেন সমাবেশস্থল।  
 
এদিকে স্থানীয় পর্যায়ের নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।  

চাল-ডাল-তেল-গ্যাস-পানি-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, খুন-গুম, দুর্নীতি-দুঃশাসনের প্রতিবাদ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন, সংসদ বিলুপ্ত ও সরকার পতনের দাবিতে শনিবার খুলনায় বিএনপির তৃতীয় বৃহত্তর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
 
বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগর বিএনপি’র আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন ও খুলনার গণসমাবেশের প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা দিক-নির্দেশনামূলক বক্তৃতা করবেন। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework