নারীর প্রতি সহিংসতা বন্ধে শপথ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ০৮, ১০:৪১ পূর্বাহ্ন
জীবন রক্ষায় মানুষের সীমিত চলাচলের কালেও নারীর প্রতি পারিবারিক ও যৌন সহিংসতা কমেনি, বরং বেড়েছে। তাই সবক্ষেত্রে নারী-পুরুষের সমঅংশীদারিত্ব নিশ্চিতকরণের পাশাপাশি নারীর জন্য প্রতিটি স্থান, সময় ও মুহূর্তকে নিরাপদ করতে নারীর চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরিকারী আঁধার দূর করা প্রয়োজন। সেই লক্ষ্যেই এবারের নারী দিবসে ‘করোনা বিশ্বে নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, সমতা অর্জনে নারী নেতৃত্ব নিশ্চিত করি’- এই স্লোগানকে সামনে রেখে রোববার রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আঁধার ভাঙার শপথ নিয়ে জ্বালানো হয় হাজারখানেক মোমবাতি। এবারের নারী দিবস ঘিরে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এর আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জাতীয় কমিটির সদস্য ও জেন্ডার বিশেষজ্ঞ এম ভি আখতার, মিডিয়া অফিসার মার্জিয়া প্রভাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনলাইনে যুক্ত ছিলেন সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। কর্মসূচিতে সোয়া ১২টার দিকে নারীর প্রতিরোধে শপথ বাক্য পাঠ করেন উপস্থিত নেতৃবৃন্দ। শপথবাক্য পাঠ করান এম ভি আখতার। এছাড়া কর্মসূচিতে গত একবছরে নির্যাতনে মারা যাওয়া সকল নারীর আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আয়োজকরা জানান, গত ১১ বছর ধরে নারী দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে এই আঁধার ভাঙার নিয়ে আসছে সংগঠনটি। সংগঠনটি বাংলাদেশে নারী নির্যাতন বন্ধে নাগরিক সমাজ, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় প্লাটফর্মটি প্রস্তুত হয়েছে। নারী নির্যাতনের সামাজিক গ্রহণযোগ্যতা হ্রাস করার মধ্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী পুরুষ সমতা নিশ্চিত করা এবং বাংলাদেশকে নারীর জন্য অধিকতর নিরাপদ স্থানে পরিণত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের ৪৮টি জেলায় ‘আমরাই পারি জোট’ নারী নির্যাতন বন্ধে কাজ করছে।
২৪ টিভি/এডি

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework