সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ নভেম্বর ২৭, ১২:২০ অপরাহ্ন
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বাংলা নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র নন্দিত অভিনেতা আলী যাকের আর নেই। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী যাকের মারা যান বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। গোলাম কুদ্দুছ সারাবাংলাকে বলেন, আলী যাকের দীর্ঘদিন থেকে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৫ নভেম্বর থেকে। পরবর্তীতে তার কোভিড-১৯ সংক্রমণ পাওয়ায় তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে আরেকটি হাসপাতালে নেওয়া হয় যেখানে আজ সকাল ৬ টা ৪০ মিনিটে তিনি মারা যান। আলী যাকেরের শেষ শ্রদ্ধানুষ্ঠানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান গোলাম কুদ্দুস। তিনি বলেন, যেহেতু তার করোনা সংক্রমণ ছিল তাই এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। স্বাস্থ্যবিধি মেনে সেটি আয়োজন করা হতে পারে। তবে এখনো কোনো কিছু নিশ্চিত না। দ্রুতই এ বিষয়ে সময় নির্ধারণ করা হলে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, চার বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই গুণী শিল্পী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাট্যজন আলী যাকেরের জন্ম ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে। ছোট পর্দায় ও মঞ্চে সমানভাবে জনপ্রিয় ছিলেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework