শুটিংয়ে বোমা বিস্ফোরণে আহত সঞ্জয় দত্ত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ এপ্রিল ১২, ০৯:৩৫ অপরাহ্ন

‘কেডি: দ্য ডেভিল’ ছবির সেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছে, আজ বুধবারই দুর্ঘটনাটি ঘটে। বেঙ্গালুরুর পাশেই মাগাড়ি রোড অঞ্চলে চলছিল এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীন আচমকাই বোমা ফাটে। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং। সঞ্জয় দত্তের হাত, কনুই ও মুখে চোট লেগেছে। সঞ্জয় দত্তের এই চোটের জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে এই ছবির শুটিং।

এই ‘কেডি’ কন্নড় ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। এই ছবির পরিচালক প্রেম। এই ছবির একটি বিশেষ ভূমিকাতে অভিনয় করেছেন ধ্রুব সারজা। 


‘কেডি’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় ওখানে উপস্থিত ছিলেন ডিরেক্টর রবি বর্মা। বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে ওই অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বোমা ফাটার সিকোয়েন্স ছিল। আপাতত পাওয়া খবর অনুযায়ী সঞ্জয় দত্ত প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন।


এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপটার ওয়ান’, ‘কেজিএফ চ্যাপটার ২’-এ চন্দন কাঠ মাফিয়ার ভূমিকায় অভিনয়  করেছেন সঞ্জয় দত্ত। এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জু বাবাকে।


১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। আপাতত দক্ষিণ ভারতীয় ছবিতেই সঞ্জয় দত্ত বেশি মনোযোগ দিচ্ছেন। কন্নড় ছবির পাশাপাশি তিনি তামিল ছবিতেও পা রাখছেন। 

‘লিও’ নামে একটি তামিল ছবিতে অভিনয় করছেন ‘সঞ্জুবাবা’। এ ছাড়া দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবিতে শাহরুখের সঙ্গে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন সঞ্জু। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework