রন্টি'র সঙ্গে গাইলেন ওসি মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ অক্টোবর ০৩, ১২:৪০ অপরাহ্ন
চাকরি বাংলাদেশ পুলিশ বাহিনীতে। জীবন কঠিন নিয়মের বেড়াজালে বাঁধা। এত কিছুর ফাঁকেও গান করেন পুলিশের কাঁচপুর হাইওয়ে থানার ওসি কেএম মেহেদি হাসান। জানান পেশাগত দায়িত্বের পাশপাশি গান তার নেশা। পুলিশ বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে অর্জন করেছেন জাতিসংঘের শান্তিরক্ষী পদক। সোয়াট সদস্য হিসেবে আমেরিকা থেকে নিয়েছেন কমব্যাট ট্রেনিং। দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তারক্ষী হিসেবেও। এত কাজের ব্যস্ততার মধ্যেও নিয়মিত গানের চর্চা করেন মেহেদি হাসান। ২০১৮ সালে একটি রিয়েলিটি শোতে গান গেয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন মেহেদি। এবার ডুয়েট গান গাইলেন ক্লোজ আপ ওয়ান খ্যাত শিল্পী রন্টি দাশের সঙ্গে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি এবং সংগীতশিল্পী কে এম মেহেদি হাসান বলেন, গানের কথাগুলো খুবই চমৎকার। লিখেছেন এসআই খোকন, সুর করেছেন তিনি, কম্পজিশনও উনার। সাথে আছে ক্লোজআপ তারকা রন্টি দাস। অসাধারণ গেয়েছেন তিনি।' মগবাজারের তানপুরা স্টুডিওতে এস আই খোকনের কথা সুর ও সংগীতে রেকর্ড করা গানটির ব্যাপারে মেহেদি কথা বলেন ডিবিসি নিউজের সঙ্গে। তিনি আরো জানান, 'খুব কঠিন একটা বিষয় গানের জন্য সময় বের করা। তারপরও বলবো আমার ডিপার্টমেন্ট আমাকে যথেষ্ট সহযোগীতা করছে। কলিগরা আমাকে উইশ করছে। বাসায় ডখন ফিরি আধ ঘণ্টা হলেও রেওয়াজ করি, আর সকালে অফিসে যাওঢার আগেও একটু হলেও টাচে থাকি।' যার হৃদয়ে সুরের বসবাস যে আমৃত্যু সুরের টানেই বাধা থাকেন। প্রচলিত এই মতবাদের বাস্তব উদাহরণ মেহেদি হাসান তাই দায়িত্ব পালনের পাশাপাশি গানেই খুঁজে পান প্রশান্তির কাজ।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework