মা দিবসে প্রকাশ্যে পরীমনির বেবিবাম্পের ছবি!

বিনোদন ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ মে ০৯, ০৩:৪৪ অপরাহ্ন

মা শব্দটির সঙ্গে মিশে আছে অপরিসীম মায়া ও মমতা। যে মায়ায় বাধা পড়ে আছেন সব মায়েরা। বিশ্ব মা দিবসকে ঘিরে সবাই ব্যক্ত করেছেন তাদের না বলা অনেক অনুভূতি ও ভালোবাসার কথা। সন্তানরা তো নিজ নিজ মায়ের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেনই, বাদ যাননি মায়েরাও।

এদিকে মায়ের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানিয়েছেন তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে অনুভূতি আর ভালোবাসা প্রকাশ করেছেন অনেক তারকা। তবে এ তালিকায় এবার নতুন করে যুক্ত হয়েছেন মা হতে চলা অভিনেত্রী পরীমনি। অনাগত সন্তানের সঙ্গে বেবি বাম্পের ছবি শেয়ার করে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। ছবিতে বেশ ভালোভাবেই ফুটে উঠেছে পরীমনির বেবি বাম্প।

যদিও এর আগেই ঈদ করতে কক্সবাজারে গিয়ে পরীমনি শেয়ার করেছিলেন তার বেবিবাম্পের ছবি। তবে মা দিবসের এই ছবিটিতে দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পরী আর পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছেন স্বামী শরিফুল রাজ। ছবিতে পরীর বেবিবাম্প পুরোপুরি স্পষ্ট। ক্যাপশনে মা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই নায়িকা গর্ভ ধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন বলেও ভক্তদের জানিয়েছেন। ফেসবুকে ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘এই যে দ্বিতীয় ত্রৈমাসিক। শুভ মা দিবস।’ সেই সঙ্গে রাজের প্রতিও ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।

ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও পরীমনি তার ছবির কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন। তবুও তার ভক্তরা সেই ছবি শেয়ার করে তাদের ও অনাগত সন্তানের জন্যে শুভ কামনা জানিয়েছেন। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework