প্রকাশ পেল দিন-দ্য ডে সিনেমার চূড়ান্ত ট্রেলার(ভিডিও)

বিনোদন ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ Jun ২০, ০৫:৪১ অপরাহ্ন

অবশেষে আসন্ন ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্যা ডে’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির চূড়ান্ত ট্রেলার।

রোববার (১৯ জুন) রাতে ট্রেলার টি মুক্তি পায় অনন্ত জলিলের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। অনেকেই ট্রেলারটির প্রশংসা করেছেন আবার কেউ কেউ করেছেন সমালোচনাও।

পুরো ট্রেলার জুড়ে মানব পাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে দেখা গেছে অনন্তকে। দেখা মিলেছে বর্ষা ও মিশা সওদাগরসহ ইরানি অভিনেতাদের। সিনেমাটিতে একজন চৌকস পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন অনন্ত। এতে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসার হিসেবে সামনে আসবেন তিনি।  

এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল জানিয়েছিলেন, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্যা ডে’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা! সাধারণত বাংলাদেশের সিনেমা এত বড় বাজেটে নির্মিত হয় না।

‘দিন-দ্যা ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। বাংলাদেশ ছাড়াও ‘দিন-দ্যা ডে’ সিনেমার শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে। প্রায় দুই বছর ধরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে। বিভিন্ন ভাষায় এটি ৮০টি দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework