নেটিজনদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন কনকচাঁপা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ২৪, ০৩:৩৮ অপরাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্ট্যাটাসে নেটিজনদের কয়েকজনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলা গানের ভুবনে এক উজ্জ্বল নক্ষত্রের নাম কনকচাঁপা। মন্তব্যকারীদের বাজে কমেন্ট করা থেকে বিরত থাকতে সতর্ক করেছেন তিনি। এ বিষয়ে নিজের ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই গায়িকা। কনকচাঁপার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘প্রিয় ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এটা আমার অফিসিয়াল এবং অফিসিয়ালি ভেরিফায়েড পেজ। আমি একজন কণ্ঠশিল্পী। কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দেই। আমি আমার পরিবারের মূল্যবোধকে সম্মান করি। আমার স্বামী একজন সঙ্গীত পরিচালক। আমরা দুজনেই একই অঙ্গনে কাজ করি এবং স্বামী ছাড়া কখনো কোনদিন কোন গানের অনুষ্ঠানে যাই না। আমি ধর্মীয় অনুশাসন যতটা সম্ভব মেনে চলি। কথা হলো আপনারা আমাকে অনেক সম্মান করেন ভালোবাসেন, স্নেহ করেন। আমি সেজন্য আল্লাহর কাছে আপনাদের মঙ্গল কামনায় দোয়া করি। আমি আপনাদের অন্তহীন ভালোবাসায় কৃতজ্ঞ।
কিন্তু হঠাৎ হঠাৎ দু-একটা কমেন্ট আমাকে আহত করে। আপনাদের ধারণা শিল্পী হলেই তারা নষ্ট মানুষ! সবাই কি এক? আর আপনারা বিচার করার কে? আপনার বিচার কে করবে? পরকালে আল্লাহ যদি অনুগ্রহ না করেন তো অনেক ইবাদত করলেও আমরা কেউই কি আমাদের আমল দিয়ে বেহেশতে যেতে পারব? যদি আল্লাহ স্বয়ং অনুগ্রহ না করেন তো আউলিয়াগণও দুশ্চিন্তায় থাকবেন। আমি রক্ষণশীল পরিবারের কন্যা। আমার গানের সময়টুকু ছাড়া কেউ আমাকে দেখবেই না। আমার বাসায় কোনো সাঙ্গীতিক পরিবেশই নাই, নাই বন্ধুবান্ধব শিল্পী সাংবাদিকদের অপ্রোয়জনীয় আড্ডা! ছত্রিশ বছরের বিবাহিত জীবনে দুই সন্তানের জননী আমি। এখন তিনজন নাতি-নাতনির নানী ও দাদী। আপনারা আমাকে দোয়া করবেন যেন ভালো কিছু কাজ মানুষের জন্য করতে পারি। আরেকটি কথা- আপনি যদি এতোই পরহেজগার হন তো কনকচাঁপার পেজে আপনার কাজ কি? কোরআন মজিদ নিয়ে বসুন। আমার নামাজ, আমার তসবিহ তাহলীল, আমার কোরআন মজিদ, আমার রোজা, আমার তাহাজ্জুদ, আমার নফল ইবাদতের হিসাব আমি আর আমার আল্লাহ বুঝব। এই উল্টাপাল্টা কমেন্ট করা বাদ দিন। নিজের হিসাব নিয়ে ভাবেন। কমেন্ট করার সুযোগ পেলেই বাজে কমেন্টের অভ্যাস ছাড়ুন। যারা বাজে কমেন্ট অথবা অযথা অযাচিত উপদেশ দেন আমি তাদের কী ভাবি জানেন? ভাবি তারা গণ্ডমূর্খ এবং পারিবারিকভাবে শিক্ষাহীন। অতএব নিজের পরিচয় নিজে দিন, নিজের আখের নিজে গোছান।’স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন, ‘আমার পেজটা আমি ভাবছি মুছে ফেলবো।’ ২৪ টিভি/এডি

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework