নারী নির্যাতনের অভিযোগে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগ এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা এলাকার স্টাফ কোয়ার্টার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতে এক নারী থানায় গিয়ে মামলা দায়ের করলে রাত দুইটার দিকে পুলিশ অভিযান চালায়।
ঘটনার সূত্রপাত হয়, যখন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে এক নারী সহায়তা চান। এরপর পুলিশ ডেমরার সারুলিয়ার আমতলায় অবস্থিত নোবেলের বাসা থেকে তাকে উদ্ধার করে।
নারীর দায়েরকৃত মামলায় বলা হয়েছে, নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন। এছাড়া মামলায় পর্নোগ্রাফি ও শারীরিক নির্যাতনের অভিযোগও যুক্ত করা হয়েছে।
এর আগেও, ২০২৩ সালে নোবেলকে প্রতারণার মামলায় ডিবি পুলিশ গ্রেফতার করেছিল। উল্লেখ্য, সংগীতশিল্পী নোবেল ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ থেকে ব্যাপক পরিচিতি অর্জন করেন।