আল্লু অর্জুনের পারিশ্রমিক এখন আকাশছোঁয়া!

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ জানুয়ারী ২৫, ১২:৫১ অপরাহ্ন

সুপারডুপার হিট ব্যবসা করেছে ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। মাত্র দেড় মাস আগে সিনেমাটি মুক্তি পায়।

তবে এখনো কোটি কোটি টাকা আয় আসছে সিনেমাটির মাধ্যমে। ভারতীয় সিনেমার মধ্যে ‘পুষ্পা’ই একমাত্র সিনেমা যা চলমান মহামারি করোনার মধ্যেও ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে।

এই সুবাদে আল্লু অর্জুনও ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় সবচেয়ে দামি অভিনেতা হতে চলেছেন। প্রমাণ, দক্ষিণী পরিচালক আতলির পরবর্তী ছবিতে আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। যা দিয়ে গোটা একটি বড় বাজেটের ছবি বানানো যাবে।

কিন্তু কত টাকা দেওয়া হবে আল্লুকে? ১০০ কোটি টাকা! ভারতীয় মিডিয়া সূত্রে খবর, ছবির প্রযোজনা সংস্থা আল্লু অর্জুনকে এমনই প্রস্তাব দিয়েছে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর এই অভিনেতার ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যাও চড়চড় করে বেড়ে গেছে। ঠিক তার পারিশ্রমিকের মতো। অনুগামী সংখ্যা দেড় কোটি হওয়া উপলক্ষে মকর সংক্রান্তির দিন ইনস্টাগ্রামে বিশেষ পোস্টও করেছিলেন তেলুগু সুপারস্টার।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework