অবশেষে কারামুক্ত আরিয়ান

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ অক্টোবর ৩০, ১২:৪১ অপরাহ্ন

মুম্বাইয়ের আর্থার রোড জেলের বন্দিদশা পেরিয়ে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জামিন পেয়েছিলেন আরিয়ান খান। আদালতের রায়ের প্রক্রিয়া মেনে শনিবার (৩০ অক্টোবর) সকালে জেল থেকে বেরিয়ে আসলেন শাহরুখপুত্র।

মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে নিজ বাড়ি ‘মান্নাত’র উদ্দেশে রওনা দেন তিনি।  

এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে ছেলে আরিয়ানকে বাড়িতে নিতে আর্থার রোড জেলে গিয়েছিলেন শাহরুখ। তার সঙ্গী হয়েছিলেন আরেক অভিনেত্রী জুহি চাওলা। শাহরুখপুত্রের জামিনদারও হয়েছেন এ অভিনেত্রী। আরিয়ানের জন্য এক লাখ টাকার বন্ডে সই করছেন তিনি।

নিয়ম অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় শেষ হয় জেল কার্যালয়ের কাজ। এদিন বিকেল সাড়ে পাঁচটার মধ্যে রিলিজ অর্ডার জমা না দিতে পারায় শুক্রবার ফিরতে পারেননি আরিয়ান। শুক্রবার রাতও জেলেই কাটাতে হয় তাকে।  

শনিবার ভোরে জেলের বেল বক্স খোলা হয়। সেখানেই সারারাত পড়ে ছিল আরিয়ানের মুক্তির নির্দেশ। খামবন্দি নির্দেশ জেলের ভিতরে নিয়ে যান জেল কর্মীরা। এরপর নথি সংক্রান্ত সমস্ত কাজই শেষে এবার আরিয়ান জেল থেকে বেরিয়ে এলেন।  

গেল ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীর মাদক পার্টি থেকে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে (এনসিবি)। এরপর দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেফতার দেখায় এনসিবি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework