ক্রোম ব্রাউজার ব্যবহারে ঝুঁকি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ জানুয়ারী ১১, ১১:১৮ পূর্বাহ্ন

পুরো বিশ্বকে চোখের সামনে এনে দিয়েছে ইন্টারনেট। আর সবচেয়ে বড় তথ্যভাণ্ডার গুগল।
বিশ্বের ২০০ কোটি গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহারকারী। এবার এই শতকোটি ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা জারি করেছে গুগল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছর ক্রোম ব্রাউজারে সাইবার হামলা অনেক বেশি হয়েছে। কারণ আর কিছুই নয়, ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে ক্রোম ব্রাউজার। এরই মধ্যে ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তা–দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য হুমকির কারণ হতে পারে।  

সমস্যা সমাধানে ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ উন্মুক্ত করেছে গুগল। বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে সংস্করণটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। সংস্করণটি ডাউনলোড না করলে অনেক ব্যবহারকারী নিরাপত্তা–শঙ্কায় থাকবেন। আর তাই দ্রুত সংস্করণটি ডাউনলোডের অনুরোধ জানিয়েছে গুগল।
সতর্ক না হলে যেকোনো ধরনের সাইবার  হামলার কবলে পড়তে হতে পারেন যে কেউ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework