বিশ্বব্যাপী মেটার বেশ কিছু অ্যাপ বর্তমানে সঠিকভাবে কাজ করছে না বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে, যা দ্য ভার্জ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
মেটার কর্মীরা জানিয়েছেন, বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস লোড হচ্ছে না এবং এসব অ্যাপ চালু করার সময় ত্রুটির বার্তা দেখা যাচ্ছে।
বাংলাদেশেও ব্যবহারকারীরা বুধবার রাত থেকে মেটার এসব অ্যাপ ঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছেন।
ব্লুস্কাই, এক্স এবং রেডিটে বিভিন্ন ব্যবহারকারীর রিপোর্টে দেখা যায়, অনেকেই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ফেসবুকের এক বার্তায় জানানো হয়েছে, তারা সমস্যাটি দ্রুত সমাধানের চেষ্টা করছে।
ডাউনডিটেক্টরের তথ্যমতে, মেটার এই বিভ্রাটের কারণে অনেক ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদাহরণ হিসেবে, ইনস্টাগ্রামের ডাউনডিটেক্টর পেজে ৭০ হাজারের বেশি রিপোর্ট জমা পড়েছে এবং ফেসবুকের ক্ষেত্রে এক লাখেরও বেশি রিপোর্ট জমা পড়েছে। তবে মেটা এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।