চট্টগ্রামে ৫ম ইন্টারন্যাশনাল এসএমই মেলা-তে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ মে ১৪, ০১:১০ অপরাহ্ন

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ৫ম ইন্টারন্যাশনাল এসএমই মেলা ২০২৩-এ অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। মেলাটির আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৩ মে থেকে শুরু হয়ে চলবে  ১৬ মে ২০২৩ পর্যন্ত এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

উদ্যোক্তা উন্নয়ন ও তাদের এগিয়ে চলাকে অনুপ্রাণিত করতে আইপিডিসি প্রতিশ্রুতিবদ্ধ। তাই উদ্যোক্তাদেরকে তাদের পণ্য ও সেবা সম্পর্কে জানানোর সুযোগ করে দেওয়া এই আয়োজনগুলোতে সবসময়ই অংশ নিয়ে থাকে। মেলায় আইপিডিসি’র স্টলের মাধ্যমে প্রতিষ্ঠানটির কিছু এসএমই উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মাননীয় মেয়র মো: রেজাউল করিম চৌধুরী মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয় মেলাটি উদ্বোধন করবেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework