“জোর করে ক্ষমতা দখলের রাজনীতি আর নয়” — হুঁশিয়ারি নাহিদ ইসলামের


প্রকাশিত : রবিবার, ২০২৫ জুলাই ১৩, ০৪:০৬ অপরাহ্ন

জোর করে ক্ষমতা দখলের রাজনীতিকে আর বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৩ জুলাই) পিরোজপুর শহরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ করেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। শহর থেকে গ্রাম পর্যন্ত ঘুরে সাধারণ মানুষের মতামত শুনছি, তাদের পাশে দাঁড়াচ্ছি।”

পদযাত্রা শেষে ফেরার পথে মুষলধারে বৃষ্টির মধ্যেও তিনি জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে এনসিপির নেতাকর্মীরা পরবর্তী গন্তব্য ঝালকাঠির উদ্দেশে রওনা দেন, যেখানে একই ধরনের আরেকটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework