৯ কোটি টাকা গ্যাস বিল বাকি, শিল্প কারখানার সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ এপ্রিল ২৬, ০৪:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার গ্যাস বিল ৯ কোটি টাকা বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। 

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়ার বি-ব্রাদার্স নামের ওই শিল্প কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।

তিতাসের সোনারগাঁ বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান জানান, রূপসী এলাকায় অবস্থিত বি-ব্রাদার্স গার্মেন্টস কোম্পানি লিমিটেডের কাছে ১৪ মাসের  ৯ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৫৭৮ টাকা বকেয়া বিল ছিল। বকেয়া পরিশোধের জন্য বহুবার নোটিশ করা পরও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। তাই কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

কারখানার মালিক বকেয়া পরিশোধ করে আবেদন করলে সংযোগ আবারও চালু করা হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework