১৫ বছর পর রেলওয়ে শ্রমিকদল এর কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হল চট্টগ্রামে

মাহমুদ মান্না
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ অক্টোবর ০৮, ০৪:১২ অপরাহ্ন

আজ (৯ অক্টোবর) চট্টগ্রামের সিআরবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল এর  মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে সারা বাংলাদেশের রেলওয়ে শ্রমীকদল সহ অন্য অন্য শ্রমিক সংগঠন গুলো অংশ নেয়।


দলটির সহ-সভাপতি এর  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনা প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম
 সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমআর মঞ্জু।
শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি বক্তব্যে বলেন আমরা ১৭ বছর নির্যাতিত নিপিড়ীত, এই ফ্যাস্টিস সরকার আমাদের অধিকার কেড়ে নিয়েছে।
হাজার হাজার কোটি টাকার অবৈধ বানিজ্য করে রেল কে  ধ্বংসে মুখে ঠেলে দিয়েছে ফ্যাস্টিস সরকার,আমরা

সভায় বক্তব্য দেন আবু বকর ছিদ্দিক, মনোয়ারা বেগম, সাহাব উদ্দীন, জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, ইফতেখার উদ্দীন মেহেদী প্রমুখ।


অ্যাডভোকেট এমআর মঞ্জু জানান, গত ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষ, দক্ষ ও বৈষম্যহীন প্রশাসন পুনর্গঠন, দুর্নীতি-অপচয়ের তদন্তকরণপূর্বক ব্যবস্থা গ্রহণ, ত্রুটিযুক্ত নিয়োগবিধি ও পদ্ধতি সংশোধন করে শূন্য পদে লোক নিয়োগ ও পদোন্নতি প্রদান করতে হবে। রেলের আউটসোর্সিং প্রথা বন্ধ করে পূর্বের নিয়মে টিএলআর পদ্ধতি পুনর্বহাল করাসহ সুষ্ঠুভাবে রেল পরিচালনার মাধ্যমে যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে শ্রমিকদের ১৬ সুপারিশ রয়েছে। সব মিলিয়ে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই গন সমাবেশ অনুষ্ঠিত হয় ।।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework