হোটেল-রেস্তোরাঁয় মানা হচ্ছে না বিধিনিষেধ


প্রকাশিত : রবিবার, ২০২২ জানুয়ারী ১৬, ১১:৩৫ পূর্বাহ্ন

হোটেল রেস্তোরাঁয় মানা হচ্ছে না সরকারি বিধিনিষেধ। খাবার খেতে টিকা সনদ যাচাই করার কথা বলা হলেও, তা উপেক্ষিত বেশিরভাগ জায়গায়। রেস্তোরাঁ ব্যবসায়িদের দাবি, করোনা টিকা সনদ দেখানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। এতে ক্রেতা হারানোয় নতুন করে ক্ষতির আশঙ্কা করছেন তারা। তাই, এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের।

দেশে ওমিক্রন সংক্রমণের বিস্তার রোধে গত বৃহস্পতিবার থেকে ১১ দফা সরকারি বিধি-নিষেধ কার্যকর হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, রেস্তোরাঁয় বসে খাবার খেতে চাইলে ক্রেতাকে অবশ্যই করোনা টিকা সনদ দেখাতে হবে। যদিও বাস্তবে তার প্রয়োগ নেই।

রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্তোরাঁয় নেই ক্রেতাদের করোনার টিকা সনদ যাচাইয়ের ব্যবস্থা। আগের মতোই খাবার খাওয়া যাচ্ছে সব জায়গায়। ক্রেতা-বিক্রেতার মাঝেও তেমন সচেতনতা নেই। এসব বিধিনিষেধ মানছেন না বেশিরভাগই।

হোটেল মালিকরা বলছেন,টিকার সনদ যাচাইয়ের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। টিকা সনদের কথা বললে ক্রেতা হারাচ্ছেন তারা। তাই, এ নিয়ে তেমন আগ্রহী নন কেউ। আবার, নিজেদের অনেক কর্মীই এখনো টিকার বাইরে রয়েছে।

ছোট-বড় মিলিয়ে সারাদেশে রেস্তোরাঁ আছে ৪ লাখের বেশি। সরকারি নির্দেশনা নিশ্চিত করতে, ইতিমধ্যে এসব হোটেল রেস্তোরাঁয় অভিযানও শুরু করেছে প্রশাসন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework