হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৬ জনের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ আগস্ট ১৬, ১১:৩৯ পূর্বাহ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী একটি সিএনজি-অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে  শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর এলাকায় ঢাকা-​সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নছরতপুর এলাকায় ঢাকা-​সিলেট মহাসড়কে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী এবং চারজন পুরুষ রয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আব্দুল আহাদ, মো. আলাউদ্দিন, হনুফা ও সোহাগ। তারা সবাই হবিগঞ্জের চুনারঘাট উপজেলার বাসিন্দা।
দুজনের পরিচয এখানো জানা যায়নি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework