স্কুলছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করলেন তরুণ


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মার্চ ০২, ০৩:১২ অপরাহ্ন

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যশোরের অভয়নগরে এক স্কুলছাত্রীর মুখমণ্ডলে ধারালো ব্লেড দিয়ে আঘাত করেছেন রোহান (২১) নামে এক তরুণ। বুধবার (১ মার্চ) বিকেলে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার ডান কানের পাশে ব্লেড দিয়ে ক্ষত করা হয়েছে। হামলাকারী রোহান উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার হায়দারের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রী জানায়, বুধবার স্কুল ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। গরুহাটা এলাকায় পৌঁছালে রোহান তাকে দাঁড়াতে বলে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে রোহান তার মাথার চুল ধরে মুখমণ্ডলে ব্লেড দিয়ে ক্ষত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে আসে।

এদিকে, হামলাকারী রোহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আহত স্কুলছাত্রীর পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল আনুমানিক চারটার দিকে নওয়াপাড়া মডেল স্কুলের ড্রেস পরা এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করে এক তরুণকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন তারা। পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রোহান নামে অভিযুক্ত যুবককে আটকের অভিযান অব্যাহত আছে। মামলা প্রক্রিয়াধীন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework