স্কুল শিক্ষককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ২৩, ০৭:০৭ অপরাহ্ন

কক্সবাজারে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক স্কুল শিক্ষক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় একজনের নামে এবং আরও তিনজনকে অজ্ঞাত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ঝিলংজায় সংঘবদ্ধ এ ধর্ষণের ঘটনা ঘটে। 

পরে পুলিশ সোমবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে মামলা রেকর্ড করে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সেলিম উদ্দিন। 

মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার বেদার মিয়া (২৮) ও অজ্ঞাত আরও তিনজন।  

নির্যাতনের শিকার ওই স্কুল শিক্ষক এজাহারে উল্লেখ্য করেন, গেলো ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়া থেকে ভাগ্নি সম্পর্কের একজনের মেহেদী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে কথা হয় বেদার মিয়ার সাথে। পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইক যোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় পৌঁছালে বেদার ও তার সহযোগীরা গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই ইউনিয়নের চান্দের পাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে পালাক্রমে তিনজন ধর্ষণ করে। পরে তার চিৎকারে তারা পালিয়ে যায়। 

ভুক্তভোগীর স্বজনরা বলেন, ভিকটিম রামুর চাকমারকুলের একটি বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনা পরিবারের লোকজন জানার পর থানায় মামলা করতে চেষ্টা চালান। প্রথমে রামু থানা সেখান থেকে কক্সবাজার সদর মডেল থানা। অবশেষে সোমবার (২২ আগস্ট) রাতে মামলা নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা।

আরও পড়ুন: স্কুলের জন্য বের হয়ে লাশ হয়ে ফিরলো বাবা-ছেলে

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ওই নারীর এজাহার পাওয়ার পর মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। 

তিনি জানান, মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ভিকটিম নিজে মামলার বাদি হওয়ায় জবানবন্দি নেয়া হয়নি। তার এজাহারের বক্তব্যই জবানবন্দি হিসেবে গ্রহণ করা হয়েছে।

একাত্তর/এসি


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework