সৈয়দপুর রেলকারখানা পরিদর্শনে জিএম মামুনুল ইসলাম

নুর ই আল সাহাত চৌধুরী , ডোমার উপজেলা প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ০৩:২৩ অপরাহ্ন

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন রেলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম। এ সময় তিনি বলেন, আসন্ন ঈদে বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনগুলো যথা সময় অনুযায়ী যাতে চলাচল করতে পারে, সেদিকে নজরদারি করা হচ্ছে। বিশেষ করে তিনি উল্লেখ করে বলেন, যমুনা রেলসেতু উদ্বোধন হওয়ার পর সেতুর উপর ডবল লাইন চালু করা হয়েছে। এতে পশ্চিমাঞ্চলের ৩৮টি ট্রেন এখন কম সময়ের মধ্যে গন্তব্যে চলাচল করতে পারছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে তিনি রেলকারখানায় এসে প্রতিটি শপ ঘুরে দেখেন এবং ঈদের কোচ নির্মাণের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় পশ্চিমাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী সাদেকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ ও কারখানার কার্যব্যবস্থাপক মমতাজুল ইসলামসহ রেলের অন্যান্য কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

রেলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম রেলওয়ে কারখানার বিভিন্ন শপ (উপ-কারখানা) ঘুরে দেখেন এবং কাজে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি ঈদুল ফিতর উপলক্ষে ১২০ কোচগুলো বের হবে, এসবের অবস্থা পর্যবেক্ষণ করেন।

রেলওয়ে কারখানার ডিএস শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈদ-উল ফিতর উপলক্ষে ১২০ কোচসহ অতিরিক্ত আরও ২৬ কোচ মেরামত করে যাত্রী পরিবহনে প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ কোচ ইতোমধ্যে পরিবহন ডিভিশনকে হস্তান্তর করা হয়েছে। শ্রমিক-কর্মচারী সংকটেও অতিরিক্ত কাজ করে এসব কোচ মেরামত করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework