সুনামগঞ্জ-ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জুলাই ১২, ০২:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে একজন প্রাণ হারিয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুরে, অপরজন সুনামগঞ্জ সীমান্তে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভাঙ্গারপাড় সীমান্তে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

অন্যদিকে, আজ শনিবার (১২ জুলাই) ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তেও বিএসএফের গুলিতে মারা গেছেন আরও এক বাংলাদেশি। দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, ভারতের মালদা জেলার পরিয়াল বিএসএফ ক্যাম্প থেকে এই গুলি চালানো হয়। নিহত রাসেলের বয়স ২০ বছর। তিনি হরিপুর সদরের বাসিন্দা ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework